Series
মাঝেমাঝে মনে হয়, আর একবার, মাত্র আর একটিবার, যদি সেই ঘটনাটা ঘটতো বা অমুক লোকটার সঙ্গে দেখা হতো, বেশ হতো। কি বলতাম, কি করতাম সব যেন মাথার মধ্যে ছকে রাখা প্ল্যানের মত ভাসতে থাকে। মনে হয় কিছু কিছু মুহূর্তদের যদি আর একবার পুনর্নির্মাণ হোতো – একটা জম্পেশ প্রতিক্রিয়া দেওয়া যেত। মগজ বলে “ইহা অসম্ভব”; তবু একটা নিষ্ফল রাগ, এ্কটা হালকা আফশোশ বা অনুতাপ, নিদেনপক্ষে অল্প অল্প খোঁচা মারা একটা দুঃখ রয়েই যায়। সঠিক সময়ের সঠিক প্রতিক্রিয়া শুধু কল্পনা করেই যে কি সুখ, আহা – মনের বড় আরাম । কখনো একটু টকমিষ্টি কথা, কখনো একটু কড়া দাওয়াই, কখনো বা নির্বিকার ঔদাসীন্য – বিগত অতীতের বর্তমান কাল্পনিক চিত্রনাট্যে অন্তরাত্মা যে কতরকম ভাবাবেগমিশ্রিত সংলাপ লিখে চলে সে খবর কে রাখে। মাঝেমাঝে পুরোনো কথার অনলস চর্বিতচর্বণ অসহ্য ঠেকে, আবার একেবারে ঝেড়ে ফেলাও – অঙ্ক কি কঠিন কাকা। কবি বলেছিলেন “ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হল ব্যাথা” – “ছায়া” কি তবে সেই ফেলে আসা দিনের অমীমাংসিত সংলাপ? অথবা ভুলতে না পারা অতীতের অসমাপ্ত মূহুর্তেরা? যাদের সঙ্গে মল্লযুদ্ধ করতে করতে শুধু গাত্রে কেন, অন্তরেও হল যথেষ্ট বেদনা! আহা, ঝগড়াটা যেন ঠিক জমিয়ে করে উঠতে পারলাম না…ওই কথাটা, ওই খোঁচাটা বাদ হয়ে গেল যে……এ বেদনা রাখি কই?
কাজে যাচ্ছিলাম যাদবপুরে। ট্যাক্সি নিয়েছি। আনোয়ারশাহ কানেক্টরে হঠাৎই এক পুলিশবাবু অতি দাপটের সঙ্গে ট্যাক্সিটি দাঁড় করালেন এবং টকাস করে ড্রাইভারের পাশে উঠে বসলেন। যাদবপুর থানা এলে রাস্তার দিকে তাকিয়ে ড্রাইভারকে বললেন, “ওই, থাম্ এবার…” তারপর ঝপাস করে নেমে দড়াম করে গাড়ির দরজা বন্ধ করে নির্বিকার চিত্তে হাঁটা লাগালেন থানার দিকে। । পুরো ঘটনায় ভ্যাবাচ্যাকা খাওয়া আমি শেষ মুহূর্তে আর্ত চিৎকার দিলাম, ‘ট্যাক্সিটা তো আমি বুক করেছিলাম, আপনি কিছু না বলে উঠলেন যে…’, ভেবেছিলাম, স্যার রেগে গিয়ে কিছু প্রতিক্রিয়া দেবেন, আমিও দেব , চলবে কিছুক্ষণ চাপানউতোর। আমার চিরঝগড়ুটে মন উদ্বেল – কিন্তু হা হতোস্মি…আমার বাক্রুদ্ধ হওয়ার আরও কিছু বাকি ছিল। উর্দিধারী আমার দিকে চোখের কোণা দিয়ে একবার অতি অবজ্ঞাভরে তাকালেন, আস্তে করে বললেন, ‘ধুস……’ ব্যাস, চলে গেলেন।
বেকুব বিমূঢ় ভাব কাটতে সময় লেগেছিল।
এই সিরিজে এরকমই কিছু ভুলতে না পারা, কিছু মজার, কিছু আফশোষের, কিছু অনুতাপের অণুগল্প লিখব। আজ রইল প্রথম পর্ব।
ভাল থাকবেন।
Very nice and funny.
অপেক্ষায় থাকলাম..
Darun mojar kando
👍💜
Khub sundor likhechish….aro lekha porar ashar roilum…